প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। বিশ্বের প্রায় সব দেশেই এই ভুতুড়ে দিবসটি পালিত হলেও পশ্চিমা বিশ্বে তা জাঁকজমকভাবে উদযাপিত হয়। এই উৎসবে এবার ভিন্ন সাজে ধরা দিলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শাবনূর তার ছেলে আইজানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে মা ও ছেলেকে ভয়ংকর সাজে দেখা যাচ্ছে। ছবিতে শাবনূরকে ডাইনির রূপে দেখা যায়, যার চোখের এক দিক থেকে কৃত্রিম রক্ত পড়ার মতো মেকআপ করা হয়েছে। তাদের সঙ্গে যোগ দেয় আরও একটি ভয়ংকর ভূত।
ছবিটি শেয়ার করে অভিনেত্রী বেশ মজার একটি ক্যাপশনও দিয়েছেন। শাবনূর লিখেছেন, "আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা বাচ্চারা!"
অভিনেত্রী শেষে উল্লেখ করে দেন যে, "এটা শুধু মজা করার জন্য।" শাবনূরের এই ভিন্নধর্মী সাজ এবং উৎসবের আমেজ দেখে ভক্তরাও তাকে হ্যালোউইনের শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০০০ বছরেরও বেশি পুরোনো এই ঐতিহ্যবাহী উৎসবটি মূলত মৃত আত্মাদের স্মরণে পালিত হয়।