দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। অভিনেতা ভাস্বর চ্যাটার্জি তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।দীর্ঘ অসুস্থতা ও কঠিন সংগ্রাম

হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, বাসন্তী চ্যাটার্জি দীর্ঘদিন ধরে পেটের ক্যান্সার, হৃদযন্ত্রে পেসমেকার, একটি কিডনি অচল হওয়াসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত ছয় মাস ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও চিকিৎসার খরচ জোগাতে তাকে কাজ চালিয়ে যেতে হয়েছে। প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকার ওষুধের পাশাপাশি তাকে দামী ইনজেকশনের খরচও বহন করতে হতো। যদিও তার মেয়ে বিবাহিত, সহকর্মী ও প্রযোজকদের কাছ থেকে তিনি আর্থিক ও মানসিক সহযোগিতা পেয়েছিলেন।

সহ-অভিনেতা ভাস্বর চ্যাটার্জি বলেন, বাসন্তী চ্যাটার্জি তার জীবনের শেষ দিনগুলোতে অনেক কষ্ট পাচ্ছিলেন। প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী ও টলিউডের অনেক শিল্পী তার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। মৃত্যুর সময় তার পাশে ছিলেন একজন গৃহসহায়িকা, যিনি দীর্ঘদিন ধরে তার যত্ন নিচ্ছিলেন।

সাত দশকের বর্ণময় অভিনয় জীবন

মাত্র ১৫ বছর বয়সে অভিনয় জগতে পা রাখা বাসন্তী চ্যাটার্জি থিয়েটার, সিনেমা ও টেলিভিশন—সব মাধ্যমেই সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি উত্তম কুমার, সুচিত্রা সেন এবং ছবি বিশ্বাসের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। ‘ঠগিনী’ এবং ‘আমি সে ও সখা’-এর মতো বেশ কিছু সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক সময়ে 'গীতা এলএলবি' ধারাবাহিকে 'ব্রজবালা দেবী' চরিত্রে তাকে শেষবারের মতো পর্দায় দেখা গিয়েছিল। গত এপ্রিলেও তিনি শুটিং সেটে ফিরেছিলেন, কিন্তু পাঁজরে আঘাত পাওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

এই বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তার দীর্ঘ শিল্পীজীবনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।