স্টার-কিড হিসেবে হৃতিক রোশন ও সুজান খানের প্রেম ও বিয়ে ছিল বলিউডের অন্যতম আলোচিত ঘটনা। ২০০০ সালে 'কাহো না পেয়ার হ্যায়' ছবির মাধ্যমে হৃতিকের বলিউডে অভিষেকের আগেই তাদের বিয়ে হয়। কিন্তু ১৪ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এই বিচ্ছেদ শুধু তাঁদের ভক্তদেরই হতাশ করেনি, বরং এটি বলিউডের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হিসেবেও রেকর্ড গড়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিচ্ছেদের সময় সুজান ৩৮০ কোটি রুপি (প্রায় ৫২৭ কোটি টাকা) পেয়েছিলেন, যা আজও আলোচনার বিষয়। তবে এই বিশাল অঙ্কের অর্থ কীভাবে সুজানকে দেওয়া হয়েছিল, তা কখনো প্রকাশ করা হয়নি।

বিচ্ছেদের পরেও হৃতিক ও সুজান একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। দুই সন্তানের যৌথ অভিভাবক হিসেবে তাঁরা প্রায়ই একসঙ্গে সময় কাটান এবং বিভিন্ন অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা যায়। বর্তমানে হৃতিক অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে এবং সুজান আর্সলান গোনির সঙ্গে সম্পর্কে আছেন। হৃতিককে শিগগিরই দেখা যাবে 'ওয়ার ২' ছবিতে, যা মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট। বিচ্ছেদের পরও তাঁদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারকাদের মধ্যে এক ভিন্ন উদাহরণ তৈরি করেছে।