রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসর। দেশের ওটিটি প্ল্যাটফর্মের সেরা শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পুরস্কার পাওয়ার আনন্দে কেউ কেউ অঝোরে কাঁদলেন, আবার কেউবা তাদের এই সম্মান উৎসর্গ করলেন প্রয়াত সহশিল্পীদের স্মরণে। তারকাদের এমন অনুভূতি দর্শকদেরও দারুণভাবে ছুঁয়ে যায়।

বিকেল থেকেই লাল গালিচায় ছিল ঢাকার নামীদামি তারকাদের পদচারণায় মুখর। প্রিয়ন্তী উর্বি ও পার্থ শেখের হাস্যোজ্জ্বল অভ্যর্থনা অনুষ্ঠানে এক বাড়তি মাত্রা যোগ করে। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় মূল পর্ব, যেখানে পারসা ইভানা ও আলিফের দলগত নাচের মুগ্ধতা ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে পপুলার চয়েস ও ক্রিটিকস চয়েস—এই দুটি বিভাগে মোট ২৭টি পুরস্কার ঘোষণা করা হয়। পপুলার চয়েসে সেরা সিরিজের পুরস্কার পায় শিহাব শাহীনের 'গোলাম মামুন'। একই পরিচালকের সিনেমা 'কাছের মানুষ দূরে থুইয়া' সেরা সিনেমার পুরস্কার লাভ করে। সেরা পরিচালকের পুরস্কার পান 'চক্র' নির্মাতা ভিকি জাহেদ। অভিনয়ে সেরা পুরুষ শিল্পী হিসেবে মোশাররফ করিম ('আধুনিক বাংলা হোটেল'-এর জন্য) এবং সেরা নারী শিল্পী হিসেবে পরীমনি ('রঙিলা কিতাব'-এর জন্য) নির্বাচিত হন।

অন্যদিকে, ক্রিটিকস চয়েস বিভাগে 'সিনপাট' সিরিজটি সেরা সিরিজ নির্বাচিত হয়। এর পরিচালক মোহাম্মদ তাওকী ইসলাম সেরা পরিচালকের পুরস্কার লাভ করেন। সেরা পুরুষ অভিনয়শিল্পী হন এফ এস নাঈম ('কালপুরুষ'-এর জন্য) এবং সেরা নারী অভিনয়শিল্পী হন জিন্নাত আরা ('সিনপাট'-এর জন্য)।

পুরস্কার প্রদানের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। মন্দিরা চক্রবর্তী ও সাবিলা নূরের মনোমুগ্ধকর নাচ এবং জেফারের গান ও নাচ দর্শকদের বিমোহিত করে।

পুরস্কারের বাইরে দুটি বিশেষ সম্মাননাও প্রদান করা হয়। বাংলা চলচ্চিত্রে ২৫ বছরের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয় সুপারস্টার শাকিব খানকে। এছাড়াও, 'উৎসব' সিনেমাটি 'সিনেম্যাটিক শ্রেষ্ঠত্বে বিশেষ সম্মাননা' লাভ করে।

অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বক্তব্য রাখেন। তারা বিজয়ীদের অভিনন্দন জানান এবং বাংলাদেশের বিনোদন জগতের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। এই জমকালো আয়োজনের প্রথম পর্ব সঞ্চালনা করেন নাজিবা বাসার ও ইরফান সাজ্জাদ এবং দ্বিতীয় পর্ব উপস্থাপনা করেন রাফসান সাবাব ও আফসান আরা বিন্দু।