বিরাট কোহলি ও আব্দুল রাজ্জাককে ঘিরে প্রেমের গুঞ্জন, সবকিছু পরিষ্কার করলেন তামান্না ভাটিয়া
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিশেষ করে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে ঘিরে তার প্রেম এবং বিয়ের খবর একসময় তুমুল চর্চার বিষয় হয়ে উঠেছিল। তবে এবার সেই সব গুঞ্জনের জবাব দিলেন অভিনেত্রী নিজেই। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তামান্না অকপটে জানালেন, এই দুই ক্রিকেটারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যা কিছু শোনা গেছে, তার সবই ভিত্তিহীন।
বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক?
বিরাট কোহলির সঙ্গে তামান্নার প্রেমের গুঞ্জনের সূত্রপাত একটি পুরোনো বিজ্ঞাপনের মাধ্যমে। ২০০০ দশকের শুরুর দিকে একটি বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করেছিলেন তামান্না ও বিরাট। সেই বিজ্ঞাপনের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়, আর সেখান থেকেই শুরু হয় প্রেমের জল্পনা-কল্পনা। অনেকে ভাবেন, তাদের মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছিল।
তবে এসব নিয়ে তামান্না বলেন, “আমি বিরাট কোহলিকে জীবনে মাত্র একবারই দেখেছি, তাও একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। এরপর কখনো দেখা হয়নি, এমনকি কথাও হয়নি। এটা ছিল সম্পূর্ণ পেশাদার কাজ। অথচ সেটাকেই ঘিরে এমন গল্প তৈরি হলো যে আমরা নাকি প্রেম করছি!”
আব্দুল রাজ্জাকের সঙ্গে বিয়ে?
এখানেই শেষ নয়। একসময় তামান্নাকে নিয়ে আরেকটি গুজব উঠে—তিনি নাকি পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে গোপনে বিয়ে করেছেন! কারণ? ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ছবি, যেখানে এক গয়নার দোকানে রাজ্জাকের পাশে দাঁড়িয়ে ছিলেন তামান্না।
এই প্রসঙ্গে হাসতে হাসতে তামান্না বলেন, “ইন্টারনেট একটা দারুণ মজার জায়গা। আমি নাকি কিছুদিনের জন্য আব্দুল রাজ্জাকের স্ত্রী হয়ে গিয়েছিলাম! অথচ বাস্তবতা হলো, আমরা দু’জনই শুধু একটি গয়নার শোরুম উদ্বোধনে আমন্ত্রিত ছিলাম। সেখানে ছবি তোলা হয়, আর সেখান থেকেই শুরু গল্পের। আমি তখন মজা করে বলেছিলাম, ‘স্যার, দুঃখিত! আপনার তো দুই-তিনটা সন্তান আছে, আপনার জীবনে কী হচ্ছে আমি জানিও না!’”
গুজব নিয়ে তামান্নার প্রতিক্রিয়া
এই ধরনের গুজব নিয়ে নিজের বিরক্তির কথাও গোপন করেননি তামান্না। তিনি বলেন, “যখন আপনি কোনো সম্পর্কে নেই, কিন্তু তারপরও মানুষ আপনার জীবন নিয়ে গল্প বানায়, সেটা সত্যিই অদ্ভুত লাগে। কেউ এমনভাবে গল্প বলে যেন তারা আমার ব্যক্তিগত জীবন খুব ভালো করে জানে!”
তবে সময়ের সঙ্গে এসব সামলে নিতে শিখেছেন অভিনেত্রী। তার মতে, “আপনি চাইলেও সবার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে পারবেন না। গুজব উঠবেই। আমি এখন শিখে গিয়েছি কিভাবে এসব বিষয়কে হালকাভাবে নিতে হয়।”
ব্যক্তিগত জীবন নিয়ে তামান্নার অবস্থান
সাক্ষাৎকারে তিনি আরও জানান, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই তিনি সচেতন। সম্পর্ক, প্রেম বা বিয়ে—এই বিষয়গুলো নিয়ে গোপনীয়তা বজায় রাখতে চান। “আমি চাই আমার ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাকুক। আমার কাজই যেন আমার পরিচয় হয়, গুজব নয়,”—বলেছেন তামান্না।
সবমিলিয়ে, পুরোনো গুজবগুলোর প্রতি একরকম চিরকুটের মতো জবাব দিয়ে তামান্না স্পষ্ট জানিয়ে দিলেন—তার জীবন ও সম্পর্ক নিয়ে যেসব গল্প শোনা যায়, তার বেশিরভাগই বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন।