কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় তার বিলাসবহুল জীবনযাপন, বিশেষ করে আড়াই কোটি টাকার ফ্ল্যাটের মালিকানা নিয়ে সম্প্রতি যে গুঞ্জন শুরু হয়েছে, সে বিষয়ে নীরবতা ভেঙেছেন। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে খোলাখুলি কথা বলেছেন।

গুজব উড়িয়ে দিয়ে দেবচন্দ্রিমা যা বললেন

দেবচন্দ্রিমা জানান, তিনি একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। তিনি বলেন, “একসঙ্গে আড়াই কোটি টাকা আমি কখনো দেখিনি। যদি এত কোটি টাকার কিছু করি, তাহলে আমি কেন বলব না? কেন লুকিয়ে রাখব?”

তিনি আরও বলেন, “আমি তিলে তিলে নিজের জায়গা তৈরি করেছি। এমনও হয়েছে, অনেক দিন না খেয়ে কাটিয়েছি, টানা তিন বছর কোথাও ঘুরতে যাইনি। জীবনের অনেক কিছু ত্যাগ করে আজ এই জায়গায় এসেছি। তাতে যদি আমি নিজের বাড়ি তৈরি করি, তাতে তো কোনো সমস্যা নেই।”

সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের নেতিবাচক মন্তব্য ও ট্রোলের শিকার হলেও তিনি এর কোনো জবাব দেন না। তার মতে, নিজের কাজ ও কঠোর পরিশ্রম দিয়ে তিনি এই জায়গা অর্জন করেছেন এবং এই সাফল্যের জন্য গর্বিত।