দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়ক রুবেল। পরিচালক মিজানুর রহমান শামীমের নতুন সিনেমা 'মার্শাল কিং'-এর মাধ্যমে আবারও অ্যাকশন অবতারে দেখা যাবে তাকে। এই সিনেমায় রুবেল তার মার্শাল আর্টের জাদু দেখাবেন।

সিনেমাটির শুটিংয়ের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে। এ বিষয়ে পরিচালক মিজানুর রহমান শামীম তার ফেসবুকে লিখেছেন, "ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার প্রযোজিত 'মার্শাল কিং' সিনেমার শুটিং করছি। এটি একটি ধারাবাহিক অ্যাকশনধর্মী সিনেমা। আশা করা যায়, প্রথম পর্বটি অক্টোবরে সিনেমাহলে মুক্তি পাবে। বাংলা সিনেমা এবং মার্শাল আর্টের জয় হোক।"

অভিনেতা রুবেল বলেন, "শুটিং চলছে। গল্পটা এখন বলা যাবে না। তবে আমার ভক্তরা আমাকে আবার পুরনো রূপে দেখতে পাবেন। বলা যায়, এই সিনেমার মাধ্যমেই আমার প্রত্যাবর্তন হচ্ছে।

এর আগে রুবেলকে সর্বশেষ রায়হান রাফী পরিচালিত 'ব্ল্যাক মানি' ওয়েব সিরিজে দেখা গিয়েছিল, যা তাকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। এবার নতুনভাবে তাকে সেই পুরনো অ্যাকশন হিরো হিসেবে দেখতে পাবেন দর্শকরা।