এক সময়ের নিয়মিত মুখ ছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, যিনি টানা এক দশক বড় পর্দায় ব্যস্ত সময় কাটানোর পর করোনার পর যেন কিছুটা আড়ালে চলে যান। সম্প্রতি নির্মাতারা তাঁকে কেন সিনেমাতে ডাকছেন না এমন প্রশ্নের জবাবে বাপ্পী স্পষ্ট করে বলেন, "কে বলেছে ডাকছেন না! গত দেড় বছর আমি নিজে থেকেই চলচ্চিত্র থেকে দূরে আছি।" তিনি জানান, মা অসুস্থ হওয়ার পর ছয় মাস তাঁর সেবা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত মাকে বাঁচাতে পারেননি এবং এখনো সেই শোক কাটিয়ে উঠতে পারেননি।

বাপ্পী চৌধুরী অকপটে স্বীকার করেন যে, মায়ের শোকের কারণে ক্যামেরার সামনে রোমান্স করার মতো স্বাভাবিক অবস্থায় তাঁর মন ফেরেনি। তবুও তিনি জানান, বর্তমানে তাঁর হাতে চারটি ছবির প্রস্তাব রয়েছে। তিনি নির্মাতাদের কাছে আরও কয়েক মাস সময় চেয়েছেন এবং তাঁরাও তাতে সম্মতি দিয়েছেন। নিজেকে আড়ালে রাখার কারণ হিসেবে বাপ্পী বলেন, "সময়টা বদলে গেছে। এখন সবাই সস্তা ভিউয়ের পেছনে ছুটছে। অন্যের মাথা বিক্রি করে কনটেন্ট বানাচ্ছে। এসবের মধ্যে থাকতে চাই না।"

অভিনেতা আরও বলেন যে, চলচ্চিত্র থেকে দূরে থাকা সত্ত্বেও তাঁকে নিয়ে মনগড়া খবর বানানো হচ্ছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, চলচ্চিত্রে এক যুগ পার করেও ৩৫টির মতো ছবিতে কাজ করার পরও তাঁকে আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যতটা আড়ালে থাকা যায়, ততটাই ভালো। বাপ্পী স্বেচ্ছায় ব্যক্তিগত কারণে সিনেমা থেকে দূরে থাকার কথা জানিয়েছেন।