বাংলাদেশের বহুল প্রতীক্ষিত সিনেমা 'দম'-এর শুটিং লোকেশন খোঁজা হচ্ছে সুদূর কাজাখস্তানে। পরিচালক রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং অভিনেতা আফরান নিশোসহ পুরো টিম এখন সেখানেই অবস্থান করছে। সম্প্রতি রেদওয়ান রনির সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট থেকে এই খবর নিশ্চিত হওয়া গেছে, যা নেট-দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
চ্যালেঞ্জিং লোকেশন ও রোমহর্ষক গল্প
রেদওয়ান রনির পোস্ট করা ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, সিনেমার দৃশ্য ধারণ হতে যাচ্ছে অত্যন্ত দুর্গম ও চ্যালেঞ্জিং পরিবেশে। এর আগে সৌদি আরব ও জর্ডানকে লোকেশন হিসেবে ভাবা হলেও, অবশেষে 'দম' টিম কাজাখস্তানকেই বেছে নিয়েছে। এই ছবিতে একজন সাধারণ মানুষের টিকে থাকার গল্প তুলে ধরা হবে।
এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, "এ ধরনের গল্পের সিনেমা দেশে হয়েছে বলে আমার জানা নেই। 'দম' হবে একটি সারভাইভাল ইনস্পিরেশনাল গল্প। এখানে উত্তেজনা এবং চ্যালেঞ্জ দুটোই আছে। এই ছবিতে কাজের প্রচুর চাপ থাকলেও এটাই আমাকে সবচেয়ে বেশি টানছে।"
অন্যদিকে, চঞ্চল চৌধুরী বলেন, "রেদওয়ান রনি আবার পরিচালনায় ফিরছেন, এটাই দারুণ খবর। 'দম'-এর গল্প অসাধারণ, আগে এ ধরনের গল্পে কাজ করিনি। এটি খুবই চ্যালেঞ্জিং। মনে হয় দর্শকরাও চমকে যাবেন।"
নারী চরিত্র এখনো চূড়ান্ত নয়
এখনো সিনেমার প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন, তা চূড়ান্ত হয়নি। তবে নির্মাতা জানিয়েছেন, শিগগিরই শিল্পী নির্বাচন ও লোকেশন চূড়ান্ত করা হবে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, 'দম' তাদের পরবর্তী বড় আয়োজনের সিনেমা।
মুক্তি ২০২৬ সালের রোজার ঈদে
২০২৩ সালের ডিসেম্বরে 'দম' সিনেমার ঘোষণা এসেছিল এবং তখনই জানানো হয়েছিল যে এতে চঞ্চল চৌধুরী অভিনয় করবেন। পরে এতে যুক্ত হন আফরান নিশো। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে।