চলচ্চিত্রের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৮তম আসরের জন্য বাংলাদেশের পক্ষ থেকে পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছে। এই পাঁচটি ছবির মধ্যে থেকে একটি চলচ্চিত্রকে 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম' বিভাগে প্রতিযোগিতার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) জানায়, ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে মুক্তি পাওয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য জমা দেওয়া হয়েছে।

যে পাঁচটি সিনেমা জমা পড়েছে

১. ‘নকশিকাঁথার জমিন’: জয়া আহসান অভিনীত এই মুক্তিযুদ্ধভিত্তিক ছবিতে দুই বোন রাহেলা ও সালেহার সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান।

২. ‘সাবা’: এটি মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা। বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর ছবিটি দ্রুতই বাংলাদেশে মুক্তি পাবে। এতে আরও রয়েছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার।

৩. ‘প্রিয় মালতী’: শঙ্খ দাসগুপ্ত পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। একজন নারীর সংগ্রামকে ঘিরে ছবির গল্প। এতে আরও আছেন নাদের চৌধুরী ও আজাদ আবুল কালাম।

৪. ‘বাড়ির নাম শাহানা’: লীসা গাজী পরিচালিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে এক নারীর বাঁচার লড়াই দেখানো হয়েছে। দীপার চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা।

৫. ‘ময়না’: রাজ রিপা অভিনীত এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মঞ্জুরুল ইসলাম মেঘ। এতে আরও রয়েছেন মোমেনা চৌধুরী, সুব্রত, সুচনা ও নাদের চৌধুরী।

এখন দেখার বিষয়, এই পাঁচটি চলচ্চিত্রের মধ্যে কোনটি শেষ পর্যন্ত অস্কারের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।