জনপ্রিয় ধারাবাহিক 'ব্যাচেলর পয়েন্ট'-এর নতুন সিজনে শিমুল শর্মাকে দেখা যাচ্ছে না। এতে তার চরিত্রের নামও ছিল শিমুল। এই ধারাবাহিকে শিমুল ও লামিমার জুটি দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তাদের অনুপস্থিতি নিয়ে দর্শকমহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

শিমুল ছাড়া লামিমা

শিমুলের অনুপস্থিতি নিয়ে জানতে চাইলে অভিনেত্রী লামিমা লাম বলেন, “অবশ্যই দর্শকেরা আমাকে একভাবেও নেবেন। কারণ আমার চরিত্রটি ছিল ইনডিভিউজুয়াল। শিমুল ভাই আমার জুটি ছিলেন এটা ঠিক, এখন উনি যদি কিছুদিনের জন্য না থাকেন, তাহলে অবশ্যই মিস করব তাকে।”

লামিমা মনে করেন, তার চরিত্রটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, শিমুল না থাকলেও অন্য কোনো চরিত্রের সঙ্গে তার জুটি খারাপ হবে না। তিনি আরও বলেন, “প্রত্যেকটি চরিত্রের একটি বৈশিষ্ট্য রয়েছে। শিমুল-লামিমা একটি যুগল চরিত্র হিসেবে দাঁড়িয়েছিল, এটা তো খুবই সত্যি। এখন শিমুল ভাই না থাকলেও দর্শকেরা সেভাবেই দেখবেন, আমার মনে হয় না এতে খুব একটা সমস্যা হবে।”

শিমুলের অনুপস্থিতি

শিমুল শর্মা জানিয়েছেন যে, তার এই অনুপস্থিতি সাময়িক। তবে সম্প্রতি 'ব্যাচেলর পয়েন্ট'-এর সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন না এবং পোস্টার থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে। এমনকি তিনি এখন আর পরিচালক কাজল আরেফিন অমির প্রধান সহকারী হিসেবেও কাজ করছেন না।