জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত হিট সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ আরও জমে উঠেছে। কাবিলা, হাবু, পাশা, নেহালদের মতো পরিচিত চরিত্রদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন জাকির। আর দর্শকদের জন্য নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তবে তিনি কোন চরিত্রে অভিনয় করবেন সে বিষয়ে এখনও রহস্য রেখেছেন অমি, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

কিছুদিন আগে অমি তার ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়ে লিখেছিলেন, “ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?”- সেখানে একটি অভিনেত্রীর মুখ আড়াল করা ছিল। এবার সেই রহস্যের অবসান ঘটালেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নতুন একটি পোস্টার শেয়ার করে অমি ঘোষণা করেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সারপ্রাইজ হলেন অর্চিতা স্পর্শিয়া। পোস্টারে তাকে দেখা গেছে উজ্জ্বল কমলা রঙের সালোয়ার কামিজ ও হালকা রঙের প্যান্ট পরে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে। পোস্টারটি প্রকাশ করে অমি আবারও দর্শকদের প্রশ্ন করেছেন, স্পর্শিয়া ঠিক কোন চরিত্রে আসছেন?

ধারাবাহিকটিতে নিয়মিত অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ আরও অনেক তারকা।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’ এখন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে স্ট্রিমিং হচ্ছে। পাশাপাশি শিগগিরই এটি দেখা যাবে চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও। স্পর্শিয়ার যুক্ত হওয়ায় সিরিয়ালটির জনপ্রিয়তা আরও বাড়বেএমনটাই আশা নির্মাতা ও দর্শকদের।