দর্শকদের অপেক্ষার অবসান। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে ঘটেছে ডাবল চমক। একদিকে বহু প্রতীক্ষিত জনপ্রিয় চরিত্র ‘অন্তরা’র প্রত্যাবর্তন, অন্যদিকে ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া হিসেবে যুক্ত হয়েছেন নতুন মুখ ‘স্পর্শ’। ফারিয়া শাহরিন ও অর্চিতা স্পর্শিয়ার আগমনে ধারাবাহিকটি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

দীর্ঘ কয়েকটি সিজন ধরে ‘অন্তরা’ চরিত্রে ফারিয়া শাহরিনকে না পেয়ে হতাশ ছিলেন দর্শকরা। অবশেষে নির্মাতা কাজল আরেফিনের হাত ধরে আবারও ফিরেছেন তিনি। নিজের প্রত্যাবর্তনের খবর জানিয়ে ফারিয়া ফেসবুকে লিখেছিলেন, “তোমরা কি আমাকে মিস করেছিলে? অন্তরা কিন্তু চলে এসেছে।” পোস্টটির কমেন্ট বক্স ভরে যায় ভক্তদের উচ্ছ্বাসে।

দেড় দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ফারিয়া শাহরিন। তবে তাঁর ভাষায়, অন্য সব কাজের তুলনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ তাঁকে এক ভিন্ন পরিচিতি দিয়েছে। বাসার বাইরে বেরোলেই মানুষ তাঁকে ‘অন্তরা’ নামে ডাকেন-এই ভালোবাসা তিনি দারুণভাবে উপভোগ করেন বলে জানান।

অন্তরার ফেরার পাশাপাশি নতুন চরিত্র ‘স্পর্শ’ নিয়ে ধারাবাহিকে যুক্ত হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। চরিত্রের নাম বাস্তব জীবনেও তাঁর পছন্দের, কারণ অনেক দর্শক তাঁকে এই নামেই ডাকেন। গল্পে স্পর্শ চরিত্রটি তার ভাই, ভাবি ও ভাতিজাকে নিয়ে ব্যাচেলরদের বাসায় নতুন ভাড়াটিয়া হিসেবে আসে। আর তার উপস্থিতিকে কেন্দ্র করেই শুরু হয় নানা মজার ঘটনা।

স্পর্শিয়া জানান, তিনি সবসময় বেছে বেছে কাজ করেন। সম্প্রতি সিরিয়াস চরিত্রে বেশি অভিনয় করলেও, এই মজার ধারাবাহিকে যুক্ত হতে পেরে তিনি বেশ আনন্দিত। তাঁর কথায়, “সব বয়সী মানুষ এই সিরিজ দেখেন। আমার পর্ব প্রচারের পর সেটা আরও স্পষ্ট হয়েছে।” বর্তমানে ঈদের নাটকের পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং নিয়েও ব্যস্ত সময় কাটছে তাঁর।

ধারাবাহিকটিতে যুক্ত হওয়ার পর দর্শকদের কাছ থেকে ভিন্ন ধরনের ভালোবাসা পাচ্ছেন ফারিয়া শাহরিন। তিনি জানান, একদিন একটি শপিং মলে এক ভক্ত সেলফির বদলে তাঁর কাছে অটোগ্রাফ চেয়েছিলেন। বর্তমান সময়ে এমন অভিজ্ঞতা বিরল হওয়ায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

আরেকটি স্মরণীয় ঘটনার কথা জানিয়ে ফারিয়া বলেন, এক দোকান বন্ধ হওয়ার সময় বিক্রেতা তাঁকে দেখে হাসিমুখে বলেছিলেন, “আপু, কী খাবেন বলুন।” ফারিয়ার মতে, বড় তারকা হওয়া বা না হওয়ার চেয়ে মানুষের এই ছোট ছোট ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি।

পরিচালক কাজল আরেফিন জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নারী চরিত্রগুলো বরাবরই দর্শকের কাছে জনপ্রিয়। দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই নতুন চরিত্র যোগ করা এবং অন্তরাকে ফিরিয়ে আনা হয়েছে। একই সময়ে দুটি চরিত্র যুক্ত হওয়ায় ধারাবাহিকটি নতুন গতি পেয়েছে বলেও মনে করেন তিনি।

কাবিলা, হাবু ও পাশাদের সঙ্গে নেহাল ও জাকিরের প্রত্যাবর্তন, তার ওপর অন্তরা ও নতুন চরিত্র স্পর্শ-সব মিলিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর এই সিজনে দর্শকদের জন্য অপেক্ষা করছে জমজমাট বিনোদন।