প্রভাস ভক্তদের জন্য বড়দিনের সেরা উপহার! প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ‘বাহুবলী: দ্য এপিক’। তবে এটি সাধারণ কোনো পুনর্প্রচার নয়, বরং বাহুবলীর দুই কিস্তিকে মিলিয়ে তৈরি করা হয়েছে এক বিশেষ সংস্করণ।
আগামী ২৫ ডিসেম্বর, ২০২৫ তারিখ থেকে ওটিটি জায়ান্ট Netflix-এ স্ট্রিম করা যাবে এই মেগা মুভিটি। নেটফ্লিক্সের ক্যাটালগে ইতিমধ্যেই সিনেমাটির নাম তালিকাভুক্ত করা হয়েছে।
Baahubali: The Beginning এবং Baahubali: The Conclusion,এই দুই ব্লকবাস্টার সিনেমাকে এডিট করে একটি একক চলচ্চিত্রে রূপ দেওয়া হয়েছে। মোট ৩ ঘণ্টা ৪৫ মিনিটের এই মুভিতে মহিষ্মতী সাম্রাজ্যের উত্থান-পতন, অমরেন্দ্র ও মহেন্দ্র বাহুবলীর বীরত্ব এবং কাটাপ্পার সেই রহস্যময় বিশ্বাসঘাতকতার গল্পটি এক টানে দেখে নিতে পারবেন দর্শকরা।
শুরুটা সেই শিবুডুকে দিয়ে, যে ঝরনার ওপর থেকে ভেসে আসা মাস্কের সন্ধানে পাহাড় ডিঙিয়ে খুঁজে পায় বিদ্রোহী অবন্তিকাকে। দেবসেনাকে উদ্ধার করতে গিয়ে সে জানতে পারে নিজের আসল পরিচয়,সে সাধারণ কেউ নয়, সে হলো যুবরাজ অমরেন্দ্র বাহুবলীর রক্ত। এরপর শুরু হয় চাচা ভল্লালদেবের বিরুদ্ধে প্রতিশোধের এক মহাকাব্যিক লড়াই।
S. S. Rajamouli-র এই মাস্টারপিসে Prabhas-কে দেখা যাবে ট্রিপল রোলে (যার একটি স্থিরচিত্রের মাধ্যমে)। সঙ্গে আছেন Rana Daggubati, Anushka Shetty, Tamannaah Bhatia, Ramya Krishnan এবং Sathyaraj (কাটাপ্পা)। M. M. Keeravani-র কালজয়ী সঙ্গীত আর রাজামৌলির পরিচালনা সিনেমাটিকে আবারও নতুনভাবে দেখার সুযোগ করে দিচ্ছে।
বাহুবলীর ১০ বছর পূর্তি উপলক্ষে গত ৩১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই সংস্করণটি। যারা সিনেমা হলে মিস করেছেন, তাদের জন্য নেটফ্লিক্সে এটি হতে যাচ্ছে এক দারুণ এক্সপেরিয়েন্স!