ধর্ষণের অভিযোগ থেকে জামিন পাওয়ার পর ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা আশিস কাপুর অবশেষে নীরবতা ভেঙেছেন। পুনে পুলিশ তাকে গ্রেপ্তার করলেও, পরে তিনি জামিন পান।
সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আশিস বলেন, “সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে বলছি আমি আপাতত স্বস্তিতে আছি। আমি কৃতজ্ঞ যে এই কঠিন অভিজ্ঞতা আমার দেশের গণতন্ত্র ও সংবিধানের ক্ষমতার প্রতি আস্থা দৃঢ় করেছে। দেশের বিচারব্যবস্থার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল এবং এখন সেটা আরও বেড়েছে।”
তিনি আরও বলেন যে, এই ঘটনা প্রমাণ করল, সত্যেরই জয় হয় এবং আসল ঘটনা সব সময় দিনের আলো দেখে। আশিস এই কঠিন সময়ে তার পাশে থাকা এবং দেশের বিচারব্যবস্থাকে ধন্যবাদ জানান।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর এক নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুনে পুলিশ আশিসকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছিল। 'ইয়ে রিস্তা ক্যা কেহেলতা হ্যায়' ধারাবাহিকে নিখিল চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।