বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান অবশেষে নিজের স্বতন্ত্র পরিচয় তুলে ধরলেন পরিচালক হিসেবে। তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তির পরই রীতিমতো ঝড় তুলেছে। নেটফ্লিক্সে আসার মাত্র দুই সপ্তাহের মধ্যেই এটি ১৪টি দেশে ট্রেন্ড করেছে, যার মধ্যে ৯টিতে এখনো শীর্ষস্থানে রয়েছে। অভিষেকেই এমন সাফল্যে ভক্তদের পাশাপাশি বিস্মিত সমালোচকরাও।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ান জানান, চ্যালেঞ্জিং মুহূর্তগুলোতে তাকে এগিয়ে নিয়ে গেছে চরিত্র জারাজের একটি সংলাপ, ‘হারনে মে অর হার মাননে মে বহুত ফারক হোতা হ্যায়।’ শুরুতে এটি কেবল অনুপ্রেরণা মনে হলেও পরে বুঝেছেন সেটি ছিল আসলে তার নিদ্রাহীন পরিশ্রমের প্রতিফলন। তবুও এই ভিশনই তাকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিল।
আরিয়ান বলেন, “আজ যখন দেখি আমার কাজ দর্শকদের আনন্দ দিচ্ছে, তখন মনে হয় এ কারণেই তো গল্প বলার পথ ধরেছিলাম।” তার মতে, সিরিজটি এখন আর কেবল তার নয়, বরং দর্শকদেরও হয়ে উঠেছে।
অ্যাকশন-কমেডি ঘরানার এই মেটা-স্যাটায়ার বলিউডের ভেতরের জগতকে তুলে ধরে এক বহিরাগত তরুণ অভিনেতার চোখ দিয়ে। এতে অভিনয় করেছেন সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়াল, অন্যা সিং, মোনা সিং, মণীশ চৌধুরী ও মনোজ পাহওয়ার মতো শিল্পীরা।
শাহরুখ খান একাধিকবার জানিয়েছেন, ছেলের এই প্রজেক্ট নিয়ে কতটা স্বপ্ন দেখতেন তিনি। তবে অনেকেই ভেবেছিলেন আরিয়ান হয়তো অভিনয় দিয়েই আত্মপ্রকাশ করবেন। কিন্তু তিনি বেছে নিয়েছেন ক্যামেরার পেছনের আসন। এখন অপেক্ষা, ভবিষ্যতে আর কী চমক উপহার দেন তিনি।