সোশ্যাল মিডিয়ায় গত সোমবার থেকেই ছড়িয়ে পড়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে অভিনেতা আরশ খান ও সুনেরাহ্ বিনতে কামালকে রোমান্টিক মুডে। ছবিটি দেখে ভক্তদের হার্টবিট বেড়েছে, তেমনি সহকর্মীদের অভিনন্দন ও শুভকামনার বন্যায় ভেসে যাচ্ছে সুনেরাহর ওয়াল। প্রশ্ন উঠেছে,নতুন কোনো সম্পর্কের শুরু নাকি লুকিয়ে বাগদান?

মাইনাস ডিগ্রিতে উত্তাপ! দেশজুড়ে ছবি নিয়ে গুঞ্জন চলার সময় সুনেরাহ্ ছিলেন নেপালের পাহাড়ে, মাইনাস ডিগ্রি তাপমাত্রায় কাঁপছেন। শুটিংয়ের ফাঁকে যোগাযোগ করা হলে তিনি হেসে বললেন, "আমি নিজেই বুঝতে পারছি না সবাই কেন অভিনন্দন জানাচ্ছেন!"

ছবিটির পেছনের সত্যি অনেকেই নাটকের দৃশ্য বলে উড়িয়ে দিলেও রহস্য সৃষ্টি হয়েছিল সুনেরাহর পোস্টের ধরনে। অভিনেত্রী জানান, ছবিটি সম্প্রতি থাইল্যান্ডে তোলা। সেখানে আরশ খানের সঙ্গে টানা ছয়টি নাটকের শুটিং করেছেন তিনি। একটি দৃশ্যের শুটিং চলাকালীন ছবিটি তোলা হয়, যা মনে ধরে যাওয়ায় তিনি ফেসবুকে শেয়ার করেন। আর তাতেই শুরু হয় নেটজনতার নানা জল্পনা।

অংশুর সঙ্গে নতুন চমক নেপালের হাড়কাঁপানো শীতে,সুনেরাহ্ সেখানে ছিলেন পরিচালক তানিম রহমান অংশুর নতুন প্রজেক্টের কাজে ব্যস্ত। এর আগে ‘ন ডরাই’-এ সুনেরাহকে এনেছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই আস্থার জায়গা থেকেই এবারের কাজটি করছেন তিনি। তবে নাটক, ওটিটি না সিনেমা,এটি রহস্যের অন্তর্গত। শুধু বললেন, "এটা একটা বড় সারপ্রাইজ, দর্শকরা আমাকে একদম নতুন লুকে দেখবেন।"

১৮ ডিসেম্বর নেপাল থেকে দেশে ফেরার কথা সুনেরাহর। এই রোমান্টিক ছবি এবং নতুন কাজের রহস্য,সব মিলিয়ে ভক্তদের জন্য বড় কিছু অপেক্ষা করছে।