নতুন বছরকে সামনে রেখে নির্মাতা কামরুল হাসান ফুয়াদ প্রকাশ করেছেন সিনেমাটির প্রথম পোস্টার। পোস্টারেই চমক। সেখানে অপু বিশ্বাসকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন ও রোমহর্ষক এক গেটআপে। রক্তমাখা মুখ, চোখে রহস্যময় দৃষ্টি দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম এমন দুর্ধর্ষ লুকে ধরা দিলেন তিনি।
এর আগে অপু বিশ্বাস জানান, থ্রিলার ঘরানার এই সিনেমা ‘দুর্বার’-এর শুটিং দ্রুতগতিতে এগোচ্ছে। এরই মধ্যে তার অংশের প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। ছবিটিতে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সজল। নতুন সহশিল্পী হিসেবে সজলের অভিনয় ও পেশাদারিত্বের প্রশংসাও করেছেন অপু।
দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফেরার বিষয়টি নিশ্চিত করে নির্মাতা কামরুল হাসান ফুয়াদ বলেন, এই সিনেমায় দর্শকরা অপু বিশ্বাসকে একেবারেই নতুন রূপে ও ভিন্ন গেটআপে দেখতে পাবেন। ২০২৩ সালের পর বড় পর্দায় তার নিয়মিত উপস্থিতি না থাকলেও, ২০২৬ সালে ‘দুর্বার’ দিয়ে জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলছে। পোস্টার অনুযায়ী, আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি, যা বছরের কোনো বড় উৎসবকে কেন্দ্র করেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।