ঢালিউডের জনপ্রিয় নির্মাতা অনন্য মামুন দিলেন নতুন রোমাঞ্চের ইঙ্গিত। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে বলিউড ও দক্ষিণী সিনেমার তারকা তামান্না ভাটিয়ার একটি ছবি পোস্ট করেন তিনি। কালো পোশাকে লাস্যময়ী তামান্নার সেই ছবির সঙ্গে মামুন লিখেছেন কিছু খোলামেলা কথা, যা নিয়ে এখন সিনেমাপ্রেমীদের কৌতূহ্য চরমে।
তিনি লেখেন, “তামান্নার মতো এত বড় মাপের শিল্পী হয়েও তার মধ্যে কোনো অহংকার নেই।”
এরপরই বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সীমাবদ্ধতা নিয়ে বলেন, “এখানে কোনো নতুন পরিচালক চাইলে বড় শিল্পীদের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। কারণ এখনো আমাদের দেশে ম্যানেজার বা এজেন্সি সিস্টেম চালু হয়নি। কিন্তু ভারতে পুরো বিষয়টাই পেশাদারভাবে হয়। আপনি এজেন্সিকে ইমেইল করেন, প্রজেক্ট প্ল্যান দেন তারাই সব ব্যবস্থা করে দেয়।”
পোস্টের শেষদিকে তিনি জানান, নতুন প্রজেক্টের গল্প ও পরিকল্পনা শেষ। ইঙ্গিত দেন, এবার আসছে ভরপুর অ্যাকশন ও ভায়োলেন্সে ভরা সিনেমা।
এই ঘোষণার পরই সামাজিক মাধ্যমে শুরু হয় জল্পনা, তামান্না ভাটিয়া কি তবে ঢালিউডে আসছেন? অনেকে আশা করছেন, হয়তো শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাঁকে। ভক্তদের মন্তব্যেই ফুটে উঠেছে সেই উত্তেজনা ও প্রত্যাশা।
 
                 
                                         
                                         
                                        