নির্মাতা রায়হান রাফির নতুন ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এ অভিনয় করছেন গুণী অভিনেত্রী আফসানা মিমি। এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার অভিনীত সিনেমা ‘উৎসব’-এর সাফল্যের পর দর্শকমহলে তার প্রতি আগ্রহ আবার বেড়েছে।
‘আন্ধার’ সিনেমার গল্প
এই সিনেমাটির গল্প লিখেছেন অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন এবং ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরী। তারা দুজনই ভূতপ্রেমিক এবং বিভিন্ন ভৌতিক স্থান ঘুরে ভূতের অনেক গল্প সংগ্রহ করেছেন। তাদের সেই সব গল্প নিয়েই এই সিনেমাটি তৈরি হচ্ছে। সুমন এবং শাকিব চৌধুরীর সঙ্গে গল্পের সহ-লেখক হিসেবে আছেন আদনান আদিব খান।
অভিনয়শিল্পীর পরিবর্তন
সিনেমাটিতে প্রথমে সিয়ামের বিপরীতে নাজিফা তুষিকে নায়িকা হিসেবে নেওয়ার কথা শোনা গিয়েছিল। তবে সম্প্রতি জানা গেছে, সিয়াম নন, বরং চঞ্চল চৌধুরীকে তুষির বিপরীতে দেখা যাবে।
প্রযোজনা প্রতিষ্ঠান
সিনেমাটি প্রযোজনা করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান '২২১ বি', যার সঙ্গে যুক্ত আছেন সারাহ আলী খান, শাকিব চৌধুরী এবং আদনান আদিব। বর্তমানে ঢাকার আশেপাশে সিনেমাটির শুটিং চলছে এবং এরপর দেশের বিভিন্ন লোকেশনে এর কাজ চলবে।