জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বিয়ে করতে যাচ্ছেন। কিছু মাস ধরেই তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। স্থানীয় সময় কাল সকালে বর ও কনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন, এমন তথ্য নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

বিয়ের পাত্রীর নাম মুশফিকা মাসুদ। তিনি পেশায় চিত্রনাট্যকার ও পরিচালক। মুশফিকা যুক্তরাজ্যের লিভারপুলের জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক হয়েছেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশনে পড়াশোনা করেছেন এবং ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশনেও শিক্ষা লাভ করেছেন।

মুশফিকার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি চলচ্চিত্র উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার জিতেছিল।

আজ শুক্রবার দুপুরে দুজনের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে অমিতাভ রেজা লিখেছেন, “কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা, কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারো সঙ্গে জীবন কাটাব। আহারে জীবন …।” এই পোস্টে বিনোদন অঙ্গনের অনেকেই তাদের শুভকামনা জানিয়েছেন।

মুশফিকা মাসুদ জানিয়েছেন, “অমিতাভ খুবই চমৎকার একজন মানুষ, অসাধারণ মেধাবী এবং দুর্দান্ত সিনেমা পরিচালক। আমরা দুজন একই ভাষায় কথা বলি। সত্যি বলতে, ও যেভাবে ভালোবেসেছে, কোনো বাঙালি এভাবে ভালোবাসতে পারে, তা সত্যিই অবিশ্বাস্য। ওর ভালোবাসাই আমাকে ভালোবাসা শিখিয়েছে।”

এটি অমিতাভ রেজা চৌধুরীর তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী নওরীন হাসান খান জেনী এবং মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, যাদের সঙ্গে তার দাম্পত্যজীবনের ইতি ঘটেছিল।