আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের পর অ্যাটলির নতুন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে টাইগার শ্রফ যুক্ত হয়েছেন বলে নানা জায়গায় খবর ঘুরছিল। বলা হচ্ছিল, ছবিটি দুই পর্বে মুক্তি পেতে পারে। তবে সর্বশেষ জানা গেছে, টাইগারের যুক্ত হওয়ার এই আপডেটটি আসলে সঠিক নয়।

শাহরুখ খানের জওয়ান দিয়ে অ্যাটলি ইতিমধ্যে বড় বাজেটের বিনোদনধর্মী ছবি নির্মাতা হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। এবার তিনি আল্লু অর্জুনকে নিয়ে নতুন এক সুপারহিরো বিশ্ব গড়ার পরিকল্পনা করছেন। অস্থায়ীভাবে এএ২২এক্সএ৬ নামে পরিচিত এই ছবিকে ঘিরে ইতিমধ্যে বেশ আলোচনা তৈরি হয়েছে।

টাইগার শ্রফকে সিনেমাটিতে যুক্ত করা নিয়ে বিভিন্ন বিনোদনমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। বলা হয়েছিল, ছবিতে তাকে শক্তিশালী একটি ফ্ল্যাশব্যাক অংশে দেখা যেতে পারে। তবে নির্মাতা বা টাইগারের পক্ষ থেকে কেউই বিষয়টি নিশ্চিত করেননি, আর বর্তমানে পরিষ্কার হয়েছে যে এই খবরটি সত্য নয়।

ছবিটিকে ভারতীয় সিনেমার সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলোর একটি হিসেবে ভাবা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ভিজ্যুয়াল এফেক্টের জন্যই কয়েকশো কোটি রুপি খরচ হতে পারে। আন্তর্জাতিক কিছু স্টুডিওও প্রকল্পটির সঙ্গে যুক্ত হতে পারে, যেন দর্শকদের বড় পরিসরের ভিএফএক্স অভিজ্ঞতা দেওয়া যায়।

আল্লু অর্জুনের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিটিতে তিনি একাধিক চরিত্রে কাজ করবেন। দীপিকা পাড়ুকোনকে ইতিমধ্যে প্রধান অভিনেত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাশ্মিকা মন্দানা, মৃণাল ঠাকুর, জানহভী কাপুর এবং বিজয় সেতুপতির নামও সম্ভাব্য কাস্ট হিসেবে ঘুরছে।