২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে শুরু করা আলিয়া ভাট গত এক দশকে বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বড় বাজেটের সিনেমা আর বিজ্ঞাপন নিয়ে তাঁর ব্যস্ততা সব সময়ই তুঙ্গে ছিল। তবে তুঙ্গে থাকা ক্যারিয়ারের মাঝেই এবার ব্যক্তিগত জীবন ও কাজের ভারসাম্য রক্ষায় এক বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, এখন থেকে তিনি বছরে একটির বেশি সিনেমায় অভিনয় করবেন না। মূলত মেয়ে রাহাকে পর্যাপ্ত সময় দিতেই নিজের কাজের গতি কমিয়ে আনার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আলিয়া মনে করেন, আগে যেভাবে বিরতিহীনভাবে একাধিক সিনেমার শুটিং করতেন, এখন সন্তানের কথা ভেবে তা আর সম্ভব নয়; বরং একটি কাজেই তিনি শতভাগ মনোযোগ দিতে চান।

মা হওয়ার পর আলিয়া নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন অ্যাকশন ঘরানার সিনেমায়, যার প্রমাণ ‘হার্ট অব স্টোন’ এবং ‘আলফা’। এই কাজগুলো করতে গিয়ে তিনি নিজের শারীরিক সক্ষমতা ও ফিটনেস সম্পর্কে নতুন করে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। ক্যারিয়ারের শীর্ষে থেকেও সন্তানের জন্য কাজের পরিমাণ কমিয়ে আনার এই সিদ্ধান্ত আলিয়ার জীবনের নতুন অগ্রাধিকারকেই ফুটিয়ে তুলেছে।