বলিউডের জনপ্রিয় দুই তারকা অক্ষয় কুমার এবং রানী মুখার্জি তাঁদের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন। নতুন বছরে আসতে যাওয়া জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ওএমজি ৩’-তে তাঁদের এই যুগলবন্দি দেখা যাবে বলে বলিপাড়ায় জোর গুঞ্জন চলছে। দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও বড় পর্দায় এই প্রথম তাঁদের একসাথে দেখার খবরে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

২০১২ ও ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘ওএমজি’ এবং ‘ওএমজি ২’ সামাজিক ও ধর্মীয় বিভিন্ন ইস্যু নিয়ে সাহসিকতার পরিচয় দিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই ধারাবাহিকতায় নির্মাতারা এবার তৃতীয় কিস্তি নিয়ে আসছেন, যেখানে অক্ষয় ও রানীর মতো হেভিওয়েট তারকাদের অন্তর্ভুক্তি ছবির আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির বিশেষ পরিচিতি এবং নতুন জুটির রসায়ন বক্স অফিসে বড় চমক দেখাবে বলে ধারণা করা হচ্ছে।

ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলতি বছরের মাঝামাঝি সময়ে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। প্রথম দুই ছবির বিশাল সাফল্যের পর অক্ষয় কুমার নিজেও এই তৃতীয় কিস্তিটি নিয়ে কোনো ত্রুটি রাখতে চান না। নতুন বছরের শুরুতেই এমন ঘোষণা দর্শকদের অপেক্ষাকে আরও বাড়িয়ে দিয়েছে, যেখানে অক্ষয় ও রানীর প্রথম অন-স্ক্রিন কেমিস্ট্রি দেখার অপেক্ষায় মুখিয়ে আছে সবাই।