দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা অজিত কুমার সম্প্রতি স্ত্রী শালিনি ও ছেলে আদভিককে নিয়ে কেরালার এক মন্দিরে গিয়েছিলেন পূজা দিতে। এই সফরের কয়েকটি ছবি শালিনি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিগুলোতে দেখা যায়, অজিত পরেছেন ঐতিহ্যবাহী সাদা ধুতি ও শরীরজুড়ে জড়ানো সাদা কাপড়। তাঁর ছেলে আদভিকও বাবার মতোই পোশাক পরেছে। অন্যদিকে, শালিনি সবুজ রঙের ঐতিহ্যবাহী শাড়িতে উপস্থিত ছিলেন।
প্রথম ছবিতে দেখা যায়, মন্দিরের ভেতরে দাঁড়িয়ে শালিনি স্বামীর কপালে টিকা দিচ্ছেন, পাশে দাঁড়িয়ে তাঁদের ছেলে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আরেকটি ছবিতে তিনজনকে একসঙ্গে বসে হাসতে দেখা যায়, আর শেষ ছবিতে তাঁরা মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন। এই ছবিতেই ভক্তদের নজর কেড়েছে অজিতের বুকের ট্যাটু, যা এতদিন কেউ দেখেনি। অভিনেতার বুকের বাঁ পাশে খোদাই করা সেই দেবী প্রতিমার ট্যাটুই এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।
ভক্তরা জানিয়েছেন, এটি উটুকুলাঙ্গারা ভগবতী দেবীর ট্যাটু,অজিতের পারিবারিক দেবী বা ‘কুলদেবী’। এক ভক্ত মন্তব্য করেছেন, “অজিত প্রায়ই এই মন্দিরে আসেন পূজা দিতে। এবারই প্রথমবার ট্যাটুটি প্রকাশ্যে এসেছে।” আরেকজন লিখেছেন, “নতুন ট্যাটু নয়, পুরনোই বটে কিন্তু প্রথমবার প্রকাশ্যে দেখা গেল।” অনেকে প্রশংসা করে বলেছেন, “থালা (নেতা) সত্যিই আলাদা!”
সম্প্রতি ইন্ডিয়া টুডে–কে দেওয়া এক সাক্ষাৎকারে অজিত জানিয়েছেন, মোটরস্পোর্টসের প্রতি ভালোবাসার কারণে তিনি পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। তাঁর কথায়, “অনেক কিছু শালিনি একাই সামলাচ্ছে। তাঁর সহায়তা না পেলে আমি এগোতে পারতাম না। ঘর, সন্তান সবকিছু ও দেখছে। আমার অনুপস্থিতিতে ওদেরও কষ্ট হয়, আমিও ওদের খুব মিস করি। কিন্তু যেটাকে এত ভালোবাসো, তার জন্য কিছু ত্যাগ করতেই হয়।”
অজিত ও শালিনির পরিচয় ১৯৯৯ সালে ‘আমরকালাম’ সিনেমার সেটে। সেই থেকেই শুরু প্রেম, পরে ২০০০ সালে বিয়ে। বিয়ের পর অভিনয় জগৎ থেকে সরে এসে সংসার ও সন্তানদের দেখাশোনায় নিজেকে নিবেদন করেন শালিনি। বর্তমানে অজিতকে সর্বশেষ দেখা গেছে ‘বিদামুয়ার্চি’ ও ‘গুড ব্যাড আগলি’ ছবিতে। তবে এখন পর্যন্ত নতুন কোনো ছবির ঘোষণা দেননি তিনি।