ঐশ্বরিয়া রাই বচ্চন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে দেশটির অন্ধ্র প্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাঁই বাবার জন্মশতবার্ষিকী উদযাপনে যোগ দেন। সেখানেরই একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, ঐশ্বরিয়া নরেন্দ্র মোদির পায়ে স্পর্শ করছেন এবং মোদি তাঁকে আশীর্বাদ দিচ্ছেন। এর পাশাপাশি ভালোবাসা ও ধর্ম নিয়ে ঐশ্বরিয়ার আবেগঘন বক্তব্যও ভাইরাল হয়েছে।
ভারতের অন্ধ্র প্রদেশের পুট্টাপার্থিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে নায়িকা বলেন, ‘শ্রী সত্য সাঁই বাবার পবিত্র আগমনের ১০০ বছর উদযাপন করতে গিয়ে, আমরা সবাই যেন তাঁর ঐশ্বরিক বার্তা পুনরায় স্মরণ করি। সবার প্রতি ভালোবাসা, সবার সেবা করার কথা মনে রাখি।’
ঐশ্বরিয়া আরও বলেন, ‘একটাই জাতি, মানবজাতি। একটাই ধর্ম, ভালোবাসার ধর্ম। একটাই ভাষা, হৃদয়ের ভাষা এবং একজনই ঈশ্বর, যিনি সর্বত্র বিরাজমান। সাঁই রাম। জয় হিন্দ।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, ‘আজ এখানে আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই বিশেষ উপলক্ষকে সম্মান জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার জ্ঞানগর্ভ, প্রভাবশালী এবং অনুপ্রেরণাদায়ক কথাগুলো শোনার অপেক্ষায় রয়েছি, যা আমাদের আজ মুগ্ধ করবে।’
তিনি আরো যোগ করেন, “আপনার উপস্থিতি এই শতবর্ষ উদযাপনকে আরো পবিত্র করে তুলল। স্বামীজির বার্তা সত্যিকারের নেতৃত্ব হলো সেবা এবং মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা তা আমাদের স্মরণ করিয়ে দেয়। ঐশ্বরিয়া সত্য সাই বাল বিকাশ প্রোগ্রামের একজন ছাত্রী ছিলেন এবং শৈশব থেকেই তিনি সাঁই বাবার অনুরাগী।”