ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের পর এবার ম্রুণালের প্রেমে ধানুষ!

দক্ষিণী সুপারস্টার ধানুষ ও রজনীকান্ত-কন্যা ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ নিয়ে তোলপাড় কম হয়নি। এই বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই আবারও শিরোনামে উঠে এসেছেন ধানুষ—এবার নতুন প্রেমের গুঞ্জনে। বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ‘সীতা রমন’খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে নাকি প্রেম করছেন তিনি।

সম্প্রতি ম্রুণালের জন্মদিনে ধানুষের উপস্থিতি জল্পনায় ঘি ঢেলেছে। শুধু তাই নয়, জন্মদিনের একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, ধানুষ ম্রুণালের হাত ধরে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলছেন। এমন মুহূর্তে দুজনকে একসঙ্গে দেখে অনেকেই বলছেন—এ শুধু বন্ধুত্ব নয়, সম্পর্কটা আরও গভীর!

এর আগেও বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে একসঙ্গে দেখা গেছে ধানুষ ও ম্রুণালকে। বিশেষ করে কণিকা ঢিলোঁর আয়োজিত এক অনুষ্ঠানে ধানুষের আসন্ন ছবি ‘তেরে ইশক মে’-কে ঘিরে যে পার্টি হয়েছিল, সেখানেও দুজন ছিলেন কাছাকাছি।

এছাড়া ম্রুণালের নতুন ছবি ‘সান অফ সর্দার ২’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে মুম্বাই পাড়ি দেন ধানুষ। সেখানেও তারা একান্তে সময় কাটিয়েছেন বলে খবর শুনা যায়।

সবকিছু মিলিয়ে অনুরাগীদের মনে প্রশ্ন—তবে কি সত্যিই নতুন সম্পর্কে জড়িয়েছেন এই দুই তারকা? যদিও কেউ এখনও মুখ খোলেননি, তবে সামাজিক মাধ্যমে তাদের রসায়ন স্পষ্টভাবেই চোখে পড়ছে।

একজন নেটিজেন যেমন লিখেছেন, “কিছু তো একটা চলছে, সেটা না বললেও চলছে!”

এখন দেখার বিষয়, তারা কবে আনুষ্ঠানিক ঘোষণা দেন। তবে তার আগ পর্যন্ত গুঞ্জন কিন্তু থামছে না!