বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার বর্ষীয়ান অভিনেতা আহমেদ শরীফ। দীর্ঘ বিরতির পর আবারও শিল্পী সমিতির নেতৃত্বে ফেরার ইঙ্গিত দিয়ে তিনি জানান, সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়টি তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। বর্তমানে ব্যক্তিগত ও পেশাগত কারণে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে অবস্থান করছেন এবং এই নির্বাচনের মাধ্যমে সংগঠনের জন্য নতুন কিছু করার পরিকল্পনা করছেন।
আহমেদ শরীফ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান যে, শিল্পী সমিতির স্বার্থ রক্ষায় যারা আন্তরিকভাবে কাজ করতে চান, তাদের নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর প্যানেল গঠন করাই তাঁর মূল লক্ষ্য। সহকর্মী শিল্পীদের সঙ্গে এই বিষয়ে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। যদিও সভাপতি পদে নির্বাচনের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি, তবে খুব শীঘ্রই নিজের অবস্থান পরিষ্কার করবেন বলে আশা প্রকাশ করেছেন।
যদিও কাজের প্রয়োজনে তাঁকে আবারও অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে ফিরতে হবে, তবে নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছেন। তাঁর এই প্রত্যাবর্তনের খবরে চলচ্চিত্র অঙ্গনে বাড়তি উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিজ্ঞ এই অভিনেতার নেতৃত্বে নতুন কোনো প্যানেল আত্মপ্রকাশ করে কি না, এখন সেটিই দেখার অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।