পর্দায় তাঁদের ঘনিষ্ঠ সমীকরণে মুগ্ধ হয়েছে দর্শক, আর বাস্তবেও সম্পর্কের জল্পনা চলছে অহান পাণ্ডে ও অনীত পড্ডারের নিয়ে। সম্প্রতি অনীতের ২৩তম জন্মদিনে অহান সামাজিক মাধ্যমে তাদের একান্ত মুহূর্তের ছবি শেয়ার করলে জল্পনা আরও উস্কে যায়।

চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-র কনসার্টে একসঙ্গে যাওয়া ছবিগুলোতে দেখা যায় অহান চোখ বুজে কনসার্ট উপভোগ করছেন, আর কাঁধে মাথা রেখে আছেন অনীত, যার মুখে উল্লাস স্পষ্ট। ছবিগুলো দেখেই অনুরাগীরা অনুমান করছেন, ‘সইয়ারা’ ছবির শুটিংয়ের সময় থেকেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে।

বলিউডের একটি ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘ কিছু দিন ধরে অহান ও অনীত সম্পর্কে রয়েছেন। শুটিং এবং সময় কাটানোর মাধ্যমে তাঁদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হয়ে প্রেমে পরিণত হয়েছে। সূত্রটি জানায়, “এই সম্পর্ক খুবই মিষ্টি ও স্বাভাবিকভাবে গড়ে উঠেছে। অনীত খুবই নিষ্পাপ ও মধুর স্বভাবের। শুটিং চলাকালীন অহান ওর যত্ন নিত। প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম।”

উল্লেখ্য, চলতি বছর ১৮ জুলাই মুক্তি পেয়েছিল ‘সইয়ারা’, যা বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে।