বরফঢাকা কাজাখস্তানে পাহাড় কেটে রক্ত ঝরল আফরান নিশোর! শুটিংয়ে থামলে শিডিউল ফেল-অভিনেতার 'পাওয়ার অব কমন ম্যান' জার্নি!
হাতের আঘাত নিয়েই অ্যাকশন! কী এমন আছে রেদওয়ান রনির 'দম'-এ, যা নিয়ে এত ঝুঁকি নিলেন নিশো?
টানা শুটিং, তীব্র ঠান্ডা আর বরফঢাকা পাহাড়ে রক্তক্ষয়ী পরিশ্রম-এই মুহূর্তে টলিউডের সবচেয়ে ডেডিকেটেড অভিনেতার খেতাবটা বোধ হয় আফরান নিশোরই প্রাপ্য! কাজাখস্তানের দুর্গম লোকেশনে জীবনের ঝুঁকি নিয়ে তিনি শেষ করলেন তাঁর নতুন সিনেমা 'দম'-এর প্রথম লটের শুটিং। ক্লান্তি ঝেড়ে ৮ ডিসেম্বর ভক্তদের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়ে তিনি শোনালেন সেই চ্যালেঞ্জিং অভিজ্ঞতা।
পাহাড়ে হাত কেটেও অ্যাকশন: কেন থামলেন না নিশো?
পরিচালক রেদওয়ান রনি জানান, কাজাখস্তানের বরফঢাকা পাহাড়ি এলাকায় সীমিত সুযোগ-সুবিধার মধ্যে কাজ করতে হয়েছে। এর মধ্যেই ঘটে যায় এক বিপদ-পাহাড়ের মোড় ঘোরার সময় পাথরে কেটে যায় নিশোর হাত! কিন্তু দুর্গম এলাকায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা না থাকায়, শুটিং বন্ধ করে বিশ্রামে যাওয়ার কথা ভাবেননি এই অভিনেতা।
নিশোর ডেডিকেশন: রক্তপাত উপেক্ষা করে ব্যান্ডেজ হাতেই পরের দৃশ্যগুলোর শুটিং করেছেন তিনি! নিশো বলেন, "আমরা কঠোর শিডিউলে ছিলাম-১০ মিনিট বিরতি মানে পুরো দিনের শিডিউল ফেল করা। হাত কাটা–পা কাটার মতো বিষয় মাথায় রাখলে চলত না।"
'দম' নিয়ে 'দম' বানাতে এসেছি!
বেশ কয়েক বছর পর 'দম' দিয়ে চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন রেদওয়ান রনি। তিনি বলেন, সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই সিনেমাটি একটি সারভাইভাল ড্রামা। তাঁর কথায়, "দম একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প-'পাওয়ার অব আ কমন ম্যান' নিয়েই কাজ করছি।"
আফরান নিশোও এই গল্প নিয়ে দারুণ উত্তেজিত। তাঁর মতে, এমন গল্পের সিনেমা বাংলাদেশে আগে হয়নি। তিনি জানান, কাজাখস্তানের তীব্র প্রতিবন্ধক আবহাওয়ার মধ্যেও তাঁরা শিডিউল নষ্ট করেননি। নিশোর ইঙ্গিত: "যখন দর্শক সিনেমাটা দেখবে, তারা গর্ব করবে-এটা বাংলাদেশের সিনেমা।"
কাজাখস্তানের কঠিন পর্ব শেষে এই মাসেই শুরু হবে দেশের বিভিন্ন লোকেশনে শুটিং। এই ছবিতে আফরান নিশো ও পূজা চেরির পাশাপাশি দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকেও, যা নতুন এক পর্দা-সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। সবকিছু ঠিক থাকলে, বড় বাজেটের এই ছবিটি মুক্তি পেতে পারে আগামী রোজার ঈদে।