ঢাকাই সিনেমার 'বিজলী' খ্যাত তারকা ইয়ামিন হক ববি অস্ট্রেলিয়ায় মা ও বোনের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরে ফের লাইট-ক্যামেরার সামনে ব্যস্ত হয়ে পড়েছেন।

বর্তমান ব্যস্ততা নিয়ে ববি কালবেলাকে জানান, তিনি সম্প্রতি অ্যাকশনধর্মী সিনেমা 'তছনছ'-এর প্রথম লটের কাজ শেষ করেছেন। নভেম্বর ও ডিসেম্বরে বাকি দুই লটের শুটিং শেষ হবে। এই সিনেমাটিতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করছেন, যার পরিচালক বদিউল আলম খোকন। তাঁর সঙ্গে পূর্বের সফল কাজের অভিজ্ঞতা উল্লেখ করে ববি বলেন, "আশা করি এ সিনেমাতেও দর্শক নতুনত্ব পাবেন।" এছাড়া তাঁর 'বেইমান' নামে আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে এবং নতুন আরেকটি সিনেমার বিষয়ে চূড়ান্ত কথা হয়েছে, যা শিগগিরই তিনি জানাবেন।

ইন্ডাস্ট্রিতে সিনেমার সংখ্যা কমে যাওয়া নিয়ে নায়িকা বলেন, "আমার ক্যারিয়ার শুরুর সময় অনেক সিনেমা হতো, তখন হলের সংখ্যাও বেশি ছিল। এখন তো সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কমতে কমতে শেষ হতে চলেছে। ইন্ডাস্ট্রি এখন ঈদনির্ভর হয়ে গেছে। আমার মতে, ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে হলে সব ধরনের সিনেমা প্রয়োজন। সব জনরার সিনেমাই নির্মিত হতে হবে। পাশাপাশি, সিনেমা হলে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যেন দর্শক আনন্দের সঙ্গে পরিবার নিয়ে সিনেমা উপভোগ করতে পারে।"

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো একটি গুজব প্রসঙ্গে ববি খোলামেলা কথা বলেছেন। মির্জা আবুল বাশার নামের একজন ব্যক্তির সঙ্গে তাঁর কথিত বিয়ে এবং তাঁকে স্বামী হিসেবে প্রচার করার বিষয়ে জানতে চাওয়া হলে ববি জবাব দেন: "বাশারের সঙ্গে আমার পার্টনারশিপে একটি রেস্তোরাঁ ব্যবসা শুরুর কথা ছিল, কিন্তু পরে সেটি আর হয়ে ওঠেনি। এটি অনেক আগের কথা।"

তিনি আরও বলেন, "আমি যতদূর জেনেছি, বাশারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা হয়েছে। মূলত আমার বদনাম করতেই সেখানে কথিত স্ত্রী হিসেবে উল্লেখ করে অপপ্রচার চালানো হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব ছাড়া আর কিছুই নয়। ববি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, "বিয়ের বিষয়টি কেউ প্রমাণ দিতে পারলে আমি ১০ কোটি টাকা পুরস্কার দেব।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ববি জানান, তিনি আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চান। তবে সিনেমার বাইরের সময়টা তিনি ব্যবসা নিয়ে কাটাতে আগ্রহী, কারণ "সিনেমা আমার প্রথম ভালোবাসা।