প্রথমবার ভৌতিক ঘরানার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রায়হান রাফী। তার নতুন সিনেমার নাম ‘আন্ধার’, যেখানে নায়কের ভূমিকায় থাকছেন সিয়াম আহমেদ। সঙ্গে থাকছেন চঞ্চল চৌধুরী। কিন্তু নায়িকার নাম জানা যাচ্ছিল না।
একাধিক সূত্রের খবর, এই সিনেমায় নায়িকার ভূমিকায় দেখা যাবে নাজিফা তুষিকে। এর মাধ্যমে বড়পর্দায় প্রথমবার জুটিবদ্ধ হচ্ছেন সিয়াম-তুষি। এছাড়া ‘হাওয়া’ সিনেমার পর আবারও বড়পর্দায় ফিরছেন তুষি।
সূত্র জানায়, নাজিফা তুষিকে ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। এর আগে তিনি ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নজর কাড়েছেন। এছাড়া তিনি ওটিটি প্ল্যাটফর্মের ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সিন্ডিকেট’-এ অভিনয় করেছেন।
তবে নাজিফা তুষি নিজে এখন ‘আন্ধার’ নিয়ে মুখ খুলতে নারাজ। তার কথায়,
"আর্টিস্ট চাইলেও অনেক কিছু বলতে পারে না, তাদের নিয়মের মধ্যে থাকতে হয়। যা বলার, তা জানার টিম বা ডিরেক্টরই বলবেন।"
এদিকে, ‘আন্ধার’ সিনেমার প্রি-প্রোডাকশন কার্যক্রমে ব্যস্ত সময় কাটাচ্ছেন সকলেই। গল্প রচনা করেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে শুরু হবে দৃশ্যধারণের কাজ।