গত মাসের শেষে বাবা হারানোর পর থেকেই শোকাহত ঢাকাই সিনেমার অভিনেত্রী মিষ্টি জান্নাত। বাবার মৃত্যুতে তিনি এতটাই ভেঙে পড়েছেন যে, প্রায়ই সামাজিক মাধ্যমে বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট করছেন। এমন কঠিন সময়ে কিছু বিভ্রান্তিকর মন্তব্য তাকে আরও বেশি আঘাত দিচ্ছে।

শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করে ক্ষোভ প্রকাশ

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় মিষ্টি জান্নাত তার ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আমার বাবা ১৪ দিন হলো পৃথিবীতে নেই। আমি আমার বাবা-মায়ের রাজকন্যা। আমার পৃথিবী বলতে তারা দুজনই। আমার আপন ভাই-বোন নেই। কোনোভাবেই শোক কাটিয়ে উঠতে পারছি না আমি বা আমার পরিবার।”

মিষ্টি জান্নাত জানান, এই শোকের মুহূর্তে কিছু মানুষ গুজব ছড়াচ্ছে যে তিনি নাকি শাকিব খানের জন্য কষ্ট পাচ্ছেন। তিনি লিখেছেন, “এরই মধ্যে শাকিব খান আর আমাকে নিয়ে কত নিউজ হচ্ছে। বলছে যে আমার নাকি মন খারাপ শাকিব খানের জন্য! আমি আমার বাবাকে নিয়ে স্ট্যাটাস দিই, আর তারা বলে আমি নাকি শাকিবের জন্য সুইসাইড করতে যাচ্ছি!”

তিনি আরও বলেন, “আমার বাবার কথা শুনে শাকিব খান থেকে শুরু করে মোটামুটি সব তারকা, পরিচালক, প্রযোজক, শিল্পী, সাংবাদিক সবাই দুঃখ অনুভব করে মেসেজ দিয়েছেন। কেউ ফোন করেছেন। তবে আমি রিপ্লাই দিতে পারিনি। এখনো আমি কারো সঙ্গে যোগাযোগ, কথা বলা, তর্ক করার মানসিকতায় নেই।”

এই পোস্টের মাধ্যমে মিষ্টি জান্নাত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তিনি তার ব্যক্তিগত শোকের সময়টিতে কোনো ধরনের গুজবে কান দিতে চান না এবং সকলের কাছে এই মুহূর্তে সম্মান ও সহানুভূতি প্রত্যাশা করেন।