৯ বছর পর ফের এক শ্রাবণ সন্ধ্যায় দেব-শুভশ্রীর দেখা। না, সিনেমার পর্দায় নয়, বরং বাস্তবের মঞ্চে, আলো-আঁধারির লাল-নীল ছায়ায়। কলকাতার নজরুল মঞ্চের দর্শকদের হৃদয় যেন এক ঝটকায় ফিরে গেল সেই দিনগুলিতে, যখন ‘চ্যালেঞ্জ’ কিংবা ‘পরাণ যায় জ্বলিয়া রে’–এর মতো ছবিতে তাঁদের জুটিকে দেখেই উপচে পড়ত সিনেমাহল।

এবার তাঁরা ফিরছেন ‘ধূমকেতু’র হাত ধরে। নয় বছর পর একই মঞ্চে, একই ফ্রেমে, দেব-শুভশ্রী। দু’জনের পোশাকে মিল, চোখে চোখ রেখে দীর্ঘদিনের বিরতি পেরিয়ে একসঙ্গে নতুন যাত্রা শুরুর বার্তা।

রবিবার ছিল ফ্রেন্ডশিপ ডে, আর তার ঠিক পরদিন সোমবারের সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চের স্টেজে জন্ম নিল এক নতুন বন্ধুত্বের গল্প। শুভশ্রী হেসে বললেন, “আমার সঙ্গে বন্ধুত্ব করবে?” দেবের মুখে উত্তর, “কেন?” শুভশ্রী বললেন, “এমনি!” এই ছোট্ট সংলাপেই যেন হলুদ আলোয় ঝলমলিয়ে উঠল মঞ্চ, দর্শকদের উল্লাসে কাঁপল পুরো প্রেক্ষাগৃহ।

তারপর দেবের সেই বহুল আলোচিত স্বীকারোক্তি, “আমি ওর এক সাক্ষাৎকার দেখছিলাম, তখন বুঝলাম ওর হাসিটা খুব মিস করেছি। তাই বললাম, একটু হাসো!” এই ছোট্ট খুনসুটিতেই যেন দর্শকদের কাছে ফিরল সেই পুরনো দেব-শুভশ্রী ম্যাজিক, যা ৯ বছর আগে এক সময় রাজত্ব করত সিনেমাহল, কলেজের করিডোর, স্টুডেন্টদের ফোনের প্লে-লিস্টে।

মঞ্চের আবেগপূর্ণ মুহূর্তে শুভশ্রী বলেন, “আমি আর দেব কোনওদিনও জোর করে আমাদের জুটিটাকে টিকিয়ে রাখার চেষ্টা করিনি। দর্শকরাই আমাদের জুটিকে বাঁচিয়ে রেখেছেন তাঁদের ভালোবাসা, কান্না, হাসি আর অনুভূতিতে। তাই দর্শকদের প্রথমেই ধন্যবাদ।”

১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। তবে সিনেমার পর্দায় ম্যাজিক দেখানোর আগেই ট্রেলার লঞ্চের এই সন্ধ্যায় দেব-শুভশ্রী বুঝিয়ে দিলেন— তাঁদের জুটির ম্যাজিক এখনও সুপারহিট, এখনও অটুট।